বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সেমির স্বপ্ন নিয়ে দুবাই গেলেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

সেমির স্বপ্ন নিয়ে দুবাই গেলেন নিগাররা

নারী টি-২০ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। কিন্তু খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিসি ভেন্যু মরুরাজ্যে স্থানান্তর করে। ৩ অক্টোবর শুরু হচ্ছে ১০ দলের বিশ্বকাপ। উদ্বোধনী দিনে মাঠে নামবেন নিগার সুলতানারা। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ নারী দল আজ সকাল ১০টায় ঢাকা ছাড়বে। নিগার বাহিনী এবার ঢাকা ছাড়ছে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। গত পরশু অফিশিয়াল ফটোসেশন শেষে মিডিয়ার মুখোমুখিতে নারী দলের অধিনায়ক নিগার নিজেদের টার্গেটের কথা বলেন, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ জিতেছি ২০১৪ সালে। এরপর আর জিতিনি। যদিও প্রতিটি বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু ভালো ক্রিকেট খেলার কোনো মানে নেই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। আমাদের প্রথম টার্গেট জয়। যদি ধারাবাহিকতা পেয়ে যাই, তাহলে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারি...।’ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের প্রথম তিনটি ম্যাচ শারজায় এবং শেষ ম্যাচটি দুবাইয়ে। ৩ অক্টোবর স্কটল্যান্ড, ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৭ ও ১৮ অক্টোবর এবং ফাইনাল ২০ অক্টোবর।

সর্বশেষ খবর