শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসান ক্রিকেটের দুটি সংস্করণকে বিদায় বলে দিয়েছেন। টি-২০ আর খেলছেন না তিনি। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসরে যেতে চান। এ বিষয়ে সাকিবের দাবি, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হলেই কেবল তিনি এই ম্যাচ খেলতে আসবেন। এক্ষেত্রে বিসিবির ভূমিকার কথা বলেছেন তিনি। তবে গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’ সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‌্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’ তবে তিনি চান বিশ্বসেরা অলরাউন্ডার দেশের মাটিতেই যেন শেষ টেস্ট খেলতে পারেন। ফারুক বলেন, ‘সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না।’ সাকিবের অবসরের সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিশেষ কিছু বলার নেই বলে জানালেন বিসিবি সভাপতি।

সর্বশেষ খবর