শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ক্রিকেটকে বিদায় ডোয়াইন ব্রাভোর

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটকে বিদায় ডোয়াইন ব্রাভোর

দুই স্বদেশি ক্রিস গেইল ও কিয়েরন পোলার্ডের মতো তাকেও বলা হতো ‘যাযাবর’ ক্রিকেটার। ডোয়াইন ব্রাভো যখন ক্যারিয়ার শুরু করেন, তখন তাকে ধরা হয়েছিল ক্যারিবীয় ক্রিকেটের ভবিষ্যৎ অলরাউন্ডার। ৪০ বছর বয়সি ব্রাভো ক্যারিয়ারে ৪০ টেস্ট খেলে রান করেছেন ২২০০ এবং উইকেট নিয়েছেন ৮৬টি। ১৬৪ ওয়ানডেতে রান করেন ২৯৬৮ এবং উইকেট নিয়েছেন ১৯৯টি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ টি-২০ ম্যাচে ১২৫৫ রান এবং ৭৮ উইকেট। যতটা প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছিল তাকে, ক্যারিয়ারে তার নাম পাশে সে রকম পারফরম্যান্স দেখা যায়নি। তারপরও টি-২০ ক্রিকেটে তিনি সারা বিশ্বে খেলে বেরিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়ে তিনি একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। অবশ্য টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। সব মিলিয়ে তিনি ক্যারিয়ারে ২৬টি ট্রফি জিতেছেন। তিনি সিপিএলের শিরোপা জিতেছেন ৫টি। এ ছাড়া জিতেছেন আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্ট, আইএল টি-২০। তার চেয়ে বেশি ২৯টি ট্রফি জিতেছেন কিয়েরন পোলার্ড। ক্যারিবীয় কিংবদন্তির ক্রিকেটার ক্যারিয়ারে ৫৮২ টি-২০ ম্যাচ খেলে রান করেছেন ১২৫.৪৪ স্ট্রাইক রেটে ৬ হাজার ৯৭০। উইকেট নিয়েছেন ৬৩১টি। টি-২০ ক্রিকেটে ৫০০০ রান এবং ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব নেই কোনো ক্রিকেটারের।

সর্বশেষ খবর