শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কা রান পাহাড়ে

ক্রীড়া ডেস্ক

তিন সেঞ্চুরিতে শ্রীলঙ্কা রান পাহাড়ে

সেঞ্চুরির পর কামিন্দু মেন্ডিস

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। গতকাল দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৬০২ রান করে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। দলের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। দিনে চান্দিমাল ১১৬ রানে আউট হলেও উইকেটে টিকে ছিলেন অপর দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস (১৮২*) এবং কুশল মেন্ডিস (১০৬*)। কামিন্দু মেন্ডিস টেস্ট ক্রিকেটে দুর্দান্ত এক ব্যাটার হয়ে উঠেছেন। মাত্র ৮ টেস্ট খেলেই পঞ্চম সেঞ্চুরি করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ সেঞ্চুরির তালিকায় তিনি উঠে এসেছেন যৌথভাবে চার নম্বরে। ডন ব্র্যাডম্যান এবং জর্জ হেডলির পাশে স্থান করে নিয়েছেন তিনি। তিনজনই টেস্টে প্রথম ১৩ ইনিংসে ৫ সেঞ্চুরি করেছেন। এ তালিকায় অবশ্য এভারটন উইকস সবার ওপরে। তিনি ১০ ইনিংসেই করেন ৫ সেঞ্চুরি। এরপর যৌথভাবে দুইয়ে আছেন হার্বার্ট সাটক্লিফ ও নিল হার্ভে। এ দুজন নিজেদের প্রথম ১২ ইনিংসে করেছেন ৫ সেঞ্চুরি। শ্রীলঙ্কার রানের পাহাড়ের নিচে চাপা পড়ছে নিউজিল্যান্ড। গতকাল গল টেস্টের দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে মাত্র ২২ রান। টম লাথাম ২ রানে এবং ডেভন কনওয়ে ৯ রানে আউট হয়েছেন। উইকেটে টিকে আছে কেন উইলিয়ামসন (৬*) ও অ্যাজাজ     প্যাটেল (০*)।

সর্বশেষ খবর