শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ফেডারেশন সংস্থাগুলোতে সংস্কার হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন সংস্থাগুলোতে সংস্কার হচ্ছে

দায়িত্ব গ্রহণ করেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়াঙ্গনে সংস্কারের কথা বলেন। সংস্কার কেমন হবে, সে বিষয়ে ফেডারেশন ও সংস্থাগুলোতে আভাসও দিয়েছিলেন। জানিয়েছিলেন, ক্রীড়া ফেডারেশনগুলোতে এক পদে কোনো ক্রীড়া সংগঠক দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানিয়ে দেন সংস্কারের কথা, ‘কোনো ক্রীড়া সংস্থার এক পদে কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না।’ শুধু তাই নয়, ক্রীড়া ফেডারেশনগুলোর কাছে স্পষ্ট জবাবদিহি চেয়েছেন। আয়-ব্যয়ের হিসাবনিকাশগুলো জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন। ক্রীড়া পরিষদে মতবিনিময় সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ছিলেন প্রতিটি ফেডারেশন ও সংস্থার সর্বোচ্চ চারজন করে। তবে কোচ, খেলোয়াড় ও রেফারির বাইরে উপস্থিতির সংখ্যা আরও বেশি ছিল। বক্তব্য দেওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতে ক্রীড়া উপদেষ্টা বিরক্ত হন।

সর্বশেষ খবর