সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

১৪ মাস পর টি-২০ দলে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

১৪ মাস পর টি-২০ দলে মিরাজ

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ মাস পর দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গত বছরের জুলাইয়ের পর আর টি-২০ খেলেননি তিনি। দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। রাকিবুল প্রথমবারের মতো টি-২০ দলে স্থান পেলেন। ১৫ সদস্যের এই দলে নেই কিছুদিন আগে টি-২০ ক্রিকেটকে বিদায় জানানো সাকিব আল হাসান। তবে আছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন রাকিবুল ও পারভেজ। পাকিস্তান শাহীনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এ টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। পেস আক্রমণে ফিরেছেন শরিফুল ইসলাম। বাকি পেসারদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। দলে আছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। ব্যাটিং লাইনে রিয়াদ ও অধিনায়ক শান্ত ছাড়াও আছেন তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন।

১৫ সদস্যের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদি হাসান মিরাজ।

সর্বশেষ খবর