শিরোনাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টি না হলেও খেলা হয়নি কানপুরে

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি না হলেও খেলা হয়নি কানপুরে

কানপুরে মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা

কানপুর টেস্টের তৃতীয় দিনেও খেলা হলো না। গতকাল সারা দিনে বৃষ্টি হয়নি। তবে আউটফিল্ড ভেজা থাকায় ব্যাট-বলের লড়াই মাঠে গড়ায়নি। আম্পায়াররা বারবার পর্যবেক্ষণে গিয়েও খেলার সিদ্ধান্ত নিতে পারেননি। বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিনে ৩৫ ওভার খেলা হয়েছিল কানপুর টেস্টে। সেই ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১০৭ রান। এই ম্যাচ এখনো আটকে আছে ওখানেই। আজ কানপুরের ওয়েদার রিপোর্ট বলছে, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। চতুর্থ দিনে খেলা মাঠে গড়াতে পারে। তবে এই টেস্টটা আপাতত ড্রয়ের দিকেই যাচ্ছে। এই মাঠে আগের ২৩ টেস্টের মধ্যে ১৩টিই ড্র হয়েছে। ভারত জিতেছে ৭টি। প্রতিপক্ষ দল জিতেছে তিনটি। এবারেও ড্র নিয়েই হয়তো মাঠ ছাড়বে দুই দল। তবে ভারত চেন্নাই টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে। ম্যাচটা ড্র হলেও সিরিজ জিতবে ভারতই। তবে দুই দিন খেলা না হওয়ায় ক্রিকেটপ্রেমীরা হতাশ। ফলাফল যাই হোক সবাই চেয়েছিল কানপুর টেস্টে ভারত ও বাংলাদেশের লড়াই দেখবে। বাকি দুই দিনে খেলার আর কোনো আকর্ষণ থাকবে না।

সর্বশেষ খবর