শিরোনাম
সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভুটানকে হারিয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ভুটানকে হারিয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের

দুই ম্যাচে হার। এক ড্রয়ের পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই ফুটবলে শেষ ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশের যুবারা। গতকাল ভিয়েতনামের ল্যাচট্রে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ‘এ’ গ্রুপের শেষ খেলায় ভুটানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। চার মিনিটে মিডফিল্ডার আসাদুল মোল্লার দর্শনীয় গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৭০ মিনিটে ম্যাচে সমতায় ফেরে ভুটান। এর আগে পিয়াস আহমেদ নোভা গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৮৬ মিনিটে মইন বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা। টুর্নামেন্টে সিরিয়ার বিপক্ষে ৪-০, গুয়ামের সঙ্গে ২-২ ড্র ও ভিয়েতনামের কাছে ৪-১ গোলে হারে বাংলাদেশ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করল মারুফুল হকের শিষ্যরা। মারুফুল হকের প্রশিক্ষণে কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এএফসি কাপে ভরাডুবি ঘটেছে। এ নিয়ে সমালোচিত হচ্ছেন কোচ। তবে মারুফুল বলেন, ‘আমরা এখানে তিন নম্বর দল হিসেবে এসেছিলাম। গ্রুপে তৃতীয় হয়েই শেষ করলাম। সুতরাং এখানে হতাশার কিছু দেখছি না। সিরিয়া ও ভিয়েতনাম অনেক শক্তিশালী দল। তাদের কাছে হারাটা স্বাভাবিক। তবে গুয়ামের বিপক্ষে দুইবার এগিয়ে থেকেও জয় না পাওয়ায় আমি অবাক হয়েছি।’

সর্বশেষ খবর