মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
এশিয়ান যুব আর্চারি

রুপাতেই সন্তুষ্ট আলিফ

ক্রীড়া প্রতিবেদক

রুপাতেই সন্তুষ্ট আলিফ

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে সোনা জেতা হলো না বাংলাদেশের আবদুল রহমান আলিফের। চাইনিজ তাইপেতে গতকাল অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দেশের আর্চার হুয়াং লি-চেংয়ের বিপক্ষে প্রথম সেট জিতে এগিয়ে ছিলেন আলিফ। দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ালেন হুয়াং। তৃতীয় সেট ড্র। পরের দুই সেটেও আলাদা করা গেল না দুজনকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে বলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত পিছিয়ে পড়ায় আলিফকে রুপা পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। ফাইনালে আলিফ হেরে যান ৬-৫ সেট পয়েন্টে। পাঁচ সেটের লড়াইয়ে ২৮-২৭, ২৬-২৭, ২৮-২৮, ২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধান অর্থাৎ ৫-৫ পয়েন্টে সমতা ছিল। পদক নির্ধারণী শটে ১০ স্কোর গড়েন হুয়াং। আলিফের স্কোর ছিল ৯। এতেই সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের আর্চারের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পেয়েছিলেন আলিফ। সেরা ৩২-এ ৬-০ সেটে তাজিকিস্তানের গণিত আবদুল মালিককে উড়িয়ে দেন তিনি। কোয়ার্টারে ওঠেন কাজাখস্তানের মাগজনভ ভ্রাদিম্লাভকে হারিয়ে। চাইনিজ তাইপের লিউতাই ও সেমিফাইনালে ইরানের গোলসানি মোহাম্মদ হোসেইনকে ৭-১ পয়েন্টে হারালেও ফাইনালে আর পেরে উঠলেন না আলিফ।

সর্বশেষ খবর