শিরোনাম
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ফ্রান্সকে বিদায় বললেন গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক

ফ্রান্সকে বিদায় বললেন গ্রিজম্যান

ম্যারাডোনা, মেসি, রোনালদো এমনকি নিজ দেশের এমবাপ্পের মতো সুনাম কুড়াতে পারেননি। তারপরও বিশ্ব ফুটবলে পরিচিত মুখ আঁতোয়ান গ্রিজম্যান। ভাগ্যবান ফুটবলারও বটে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় এবং রানার্সআপ হয়েছেন। তবে বর্তমানে সেরা একাদশেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। তাই সিদ্ধান্ত নিতে দেরি করলেন না। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্রিজম্যান। ফ্রান্সের জার্সিতে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে গতকাল সকালে এ সিদ্ধান্ত জানান। ৩৬ বছর বয়সি গ্রিজম্যানের ২০১৪ সালে ফ্রান্স জাতীয় দলে অভিষেক হয়। ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪৪টি গোল করেন। ২০১৬ ইউরোর ফাইনাল খেলে ফ্রান্স। পর্তুগালের কাছে হেরে তার দেশ রানার্সআপ হয়। গোল্ডেন বুট জেতেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেন।

দারুণ পারফর্ম প্রদর্শন করেন গ্রিজম্যান। সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছিলেন। ২০২০-২১ মৌসুম উয়েফা নেশনস লিগও জেতেন। ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফ্রান্স রানার্সআপ হয়।

সর্বশেষ খবর