বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

নারী ক্রিকেটে পেস বোলিং নিয়ে পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের পেস বোলিং বিপ্লব এখন নারী দলেও প্রসারিত। ২০ বছর বয়সি পেসার দিশা বিশ্বাস সেই বিপ্লবের অন্যতম প্রতীক। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি দিশার, তবে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। দিশার পাশাপাশি আরও তিন পেসার জাহানারা আলম, মারুফা আক্তার ও রিতু মণি প্রস্তত ভালো কিছু করার জন্য। বোলিং কোচ তালহা জুবায়ের জানান, বিশেষ করে মারুফা ও দিশার মধ্যে ভালো সম্ভাবনা দেখছেন। তালহার মতে, মারুফার এ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার মতো সামর্থ্য আছে। দিশাকেও ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করছেন এ বোলিং কোচ। সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল শুরু হতে যাওয়া নারী টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দিশা জানিয়েছেন, পুরুষ দলের মতোই নারীরাও এখন পেসারদের আধিপত্য দেখাতে চায়।

সর্বশেষ খবর