বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

নেতৃত্ব ছাড়লেন বাবর

ক্রীড়া ডেস্ক

নেতৃত্ব ছাড়লেন বাবর

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টি-২০ ক্রিকেটে অধিনায়কের পদ ছাড়লেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাবর জানিয়েছেন, ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া এবং পারিবারিক কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বাবরের অধীনে পাকিস্তান গত টি-২০ বিশ্বকাপে ভালো করতে পারেনি। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মতো দল সুপার এইট খেললেও গ্রুপ পর্ব খেলে বিদায় নেয় পাকিস্তান। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেও দলকে সুপার এইটে তুলতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে কঠোর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক বাবর। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্বটাই ছেড়ে দিলেন বাবর। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের মার্চে তাকে পুনরায় ওয়ানডে ও টি-২০ অধিনায়ক করা হয়। বাবর নেতৃত্ব ছাড়ায় মোহাম্মদ রিজওয়ান হতে পারেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর