বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিওএ সভাপতির পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক

বিওএ সভাপতির পদত্যাগ

দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) দায়িত্ব ছাড়লেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ১৫ সেপ্টেম্বর তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। গতকাল সেই পত্র পেয়েছেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম খান (অব.)। ফুটবল, ক্রিকেট ছাড়া অন্য সব ফেডারেশনের সভাপতি সরকার থেকে মনোনীত হন। বিওএ সভাপতি অবশ্য নির্বাচিত। ১৯৯৬ সাল থেকে এ পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করছেন। বিওএ নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছরের বেশি সময় রয়েছে। সেনাপ্রধান হিসেবে অবসর গ্রহণের পর বিওএ সভাপতি পদত্যাগ করেন।  পরে বর্তমান সেনাপ্রধান নির্বাচনের মাধ্যমে সভাপতি হন। এবারও সে রীতি  অনুযায়ী সভাপতি থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর