শিরোনাম
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ আজ

অনুশীলনের ফাঁকে আলাপরত কোচ হাথুরা ও অধিনায়ক নাজমুল - বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে আজ অভিষেক হচ্ছে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ এ মাঠেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লড়াইয়ে নামবে দুই দল।

চেন্নাই ও কানপুর টেস্টে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে টি-২০ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলের। সঙ্গে আছে ২০১৯ সালের সুখস্মৃতি। সেবার ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। দিল্লিতে প্রতিপক্ষকে ৭ উইকেটে হারিয়েছিলেন মাহমুদুল্লাহরা। মুশফিকুর রহিম ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছিলেন সেই ম্যাচে। ভারতের করা ১৪৮ রান ৩ বল হাতে রেখেই টপকে গিয়েছিল বাংলাদেশ। স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জয় ছিনিয়ে এনেছিলেন সেই ম্যাচের অধিনায়ক মাহমুদুল্লাহ। দিল্লির সেই সুখস্মৃতি কি গোয়ালিয়রে ফিরবে? ম্যাচের ফল কী হবে বলা কঠিন। তবে তাওহিদ হৃদয় জয়ের দারুণ সম্ভাবনা দেখছেন। তিনি বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’ টি-২০ ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। গত জুনে ওয়েস্ট ইন্ডিজ থেকে ট্রফি নিয়ে দেশে ফিরেছেন রোহিত শর্মারা। তাছাড়া চলতি বছর কেবল একটা টি-২০ ম্যাচই হেরেছে ভারতীয়রা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের কাছে। সেই ম্যাচে প্রথম সারির মাত্র দুজন ক্রিকেটার খেলেছিলেন ভারতীয় দলে। বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-২০ দলেও নেই প্রথম সারির অনেকে। এ দলটার বিপক্ষে জিততে পারবে টাইগাররা?

গোয়ালিয়র একেবারেই নতুন উইকেট। বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এই মাঠের। কেমন হবে এই মাঠের উইকেট? গত কয়েকদিন এখানে অনুশীলন করে অনেকেই বলছিলেন, ব্যাটাররাই হয়তো সুবিধা পাবেন গোয়ালিয়রে। তবে কিছুটা ভিন্ন মত জানালেন তাওহিদ হৃদয়। তিনি বলেন, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু বাউন্সের। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’ মন্থর উইকেটে ব্যাটিংয়ে সমস্যা হতেই পারে। তবে এখনই চূড়ান্ত মত দিতে রাজি নন হৃদয়। তিনি বলেন, ‘টি-২০ তো রানের খেলা। অবশ্যই সবাই রান চায়। এখানে আন্তর্জাতিক ম্যাচ এখনো হয়নি। ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ আলাদা ব্যাপার। আমি মনে করি, এখানে খেলাটা শুরু হলে বুঝতে পারব। উইকেটটা কেমন হয় (বুঝতে পারব)। অনুশীলনে উইকেট দেখে বুঝেছি, এখানে উইকেট মন্থর ও নিচু বাউন্সের। এরকম উইকেটে বড় রানের ম্যাচ খুব কমই হয়। আইপিএলের খেলাও এখানে হয়নি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

ভারতের বিপক্ষে ২০০৯ সালে প্রথমবার টি-২০ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। এর মধ্যে ১৩ বারই জয় পেয়েছে ভারত। বাংলাদেশের জয় কেবল একটি। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় জয়ের দেখা কি মিলবে?

 

সর্বশেষ খবর