আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় পরাজিত হলেন নিগার সুলতানারা। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছেন তারা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইংলিশ মেয়েরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করে। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। বোলিংয়ে বাংলাদেশ ভালোই করেছিল। মাত্র ১৮ রান দিয়ে ফাহিমা খাতুন শিকার করেন ২টি উইকেট। এ ছাড়াও রিতু মনি ২৪ রানে ২টি এবং নাহিদা আক্তার ৩২ রানে ২টি উইকেট শিকার করেন। রাবেয়া খাতুনের শিকার এক উইকেট। বোলাররা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১১৮ রানে আটকালেও এই রান পাড়ি দিতে পারেননি নিগার সুলতানারা। ব্যাটিংয়ে নেমে সোবহানা মোসতারি ৪৪ রান করেন। এ ছাড়াও নিগার সুলতানা করেন ১৫ রান। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে ৪০ বলে ৪১ রান করে ম্যাচসেরা হন ইংল্যান্ডের দানি ওয়াট।