পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন না হলেও মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে ঢাকা মোহামেডানের হয়ে আলো ছড়াচ্ছেন। বাংলাদেশের ঘরোয়া আসরে যে কজন বিদেশি ফুটবলার খেলছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম দিয়াবাতে। ২০২৩-২৪ মৌসুমে তারই নেতৃত্বে ১৪ বছর পর ফেডারেশন কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মোহামেডান। ফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থেকেও হ্যাটট্রিকসহ সুলেমানের ৪ গোলে চ্যাম্পিয়ন হয় সাদা-কালোর দল। গত মৌসুমে স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও পেশাদার লিগে রানার্সআপ হয় মোহামেডান। লিগে একবার সর্বোচ্চ গোলদাতা ছাড়াও এরই মধ্যে গোলের হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। টানা ছয় মৌসুমে ঐতিহ্যবাহী দলে খেলতে সুলেমান ঢাকায়ও এসে পৌঁছেছেন। অনুশীলনেও নেমে পড়েছেন। আগামী শুক্রবার মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। অবশ্য এবার তাকে বসুন্ধরা কিংসের জার্সিতেও দেখা যাবে। তবে অতিথি খেলোয়াড় হিসেবে। ২৬ অক্টোবর ভুটানে শুরু এএফসি চ্যালেঞ্জ লিগ। সে টুর্নামেন্টে সুলেমানের খেলা নিশ্চিতই বলা যায়। ফটিস এফসির উজবেকিস্তানের জাসুর জুমায়েভ ও আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকে চ্যালেঞ্জ লিগে দলভুক্ত করার কথা কিংসের। টুর্নামেন্টে কিংসের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, লেবাননের নেজমেহ ও ভুটানের পারো এফসি।