মুলতানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামবে ইংল্যান্ড। তিনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো সেরে উঠেননি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ী অধিনায়ক অলি পোপ। গতকাল নেটে ব্যাটিং অনুশীলন করেন স্টোকস। এর আগে এই অলরাউন্ডুর বলেন, হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে তার খেলা সম্ভব নয়। খেললে ইনজুরি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই টেস্টে অভিষেক হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৮ উইকেট নেওয়া ফাস্ট বোলার ব্রাইডন কারসের। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে গড়ে ৩৩.৭৮ রান দিয়ে ১২৭টি উইকেট নেন। এদিকে আড়াই বছর পর দেশের বাইরে টেস্ট খেলবেন ক্রিস ওকস। দলে ফিরছেন গাস অ্যাটকিনসন। ২০২২ সালে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ১১১ বলে ১২২ রান করা ক্রাওলি এবং আঙুলের ইনজুরিতে থাকা বেন ডাকেট।