সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিপিএলে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চারবারের চ্যাম্পিয়ন দলটি গত আসরে রানার্সআপ হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী দেশে নেই। এর ফলে বিপিএলের ১১তম আসরে দলটিকে দেখা না-ও যেতে পারে। ২৭ ডিসেম্বর শুরু বিপিএলে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নয়, খেলতে দেখা যাবে না দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অবশ্য ৭ দলের টুর্নামেন্টে নতুন করে নাম লিখিয়েছে সিলেট স্ট্রাইকার্স, চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। পুরনো দলগুলোর মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। ২৭ ডিসেম্বর শুরু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ অক্টোবর। প্লেয়ার্স ড্রাফটে ক্রিকেটারদের পারিশ্রমিক নতুন করে নির্ধারণ করেছে বিসিবি। কমানো হচ্ছে পারিশ্রমিক। দশম আসরে ক্রিকেটারদের ক্যাটাগরি ছিল সাতটি। এবার ছয় ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট হচ্ছে। ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ এবং সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ছিল ১০ লাখ টাকা। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ছিল ৫ লাখ টাকা। নতুন নির্ধারিত পারিশ্রমিকে ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ লাখ লাখ টাকা।

এবারের ড্রাফটে পুরনো ক্রিকেটাদের মধ্যে দলগুলো রিটেইন করতে পারবে ক্রিকেটার এবং দলে ভেড়াবেও। নতুন দল হিসেবে ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী প্রাথমিক প্লেয়ার্স ড্রাফটের আগে তিনজন দেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। এ ছাড়া সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স সরাসরি একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারবে এবং দুজন খেলোয়াড়কে রিটেইন করতে পারবে। রিটেইন, সরাসরি চুক্তি এবং ড্রাফট মিলিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি সর্বনিম্ন ১০ জন এবং সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা বাড়তে পারে।  ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট। তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এখনো ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেয়নি। অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুদিন সময় নিয়েছে বিসিবির কাছ থেকে।

সর্বশেষ খবর