পুরুষ কিংবা নারী, যে ক্যাটাগরিতেই ক্রিকেট ম্যাচ খেলুক না কেন, ভারত ও পাকিস্তান মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি আবেদন। দুই প্রতিবেশী ক্রিকেটে আবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের যে কোনো ভেন্যুতেই খেলা হউক, ক্রিকেটপ্রেমীতে উপচে পড়ে স্টেডিয়ামের গ্যালারি। নারী টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান গতকাল মুখোমুখি হয়েছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের জন্যই ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। হেভিওয়েট ম্যাচটি ভারত জিতেছে খুব সহজে ৬ উইকেটে। হারমানপ্রীত কাউরের ভারত গতকাল খেলতে নেমেছিল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত নিয়ে। ফাতিমা সানার পাকিস্তান খেলে ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু দুবাইয়ের ম্যাচে কাউর বাহিনীর কাছে পাত্তাই পায়নি ফাতিমা বাহিনী। ভারতের পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করে। সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। ম্যাচসেরা অরুন্ধতী রেড্ডি ৪ ওভারে ১৯ রানের খরচে নেন ৩ উইকেট। ১০৬ রানের টার্গেটে ভারত জয় তুলে নেয় ৭ বল হাতে রেখে। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার শেফালি ভার্মা। জেমিমা রদ্রিগেজ ২৩ রান করেন। অধিনায়ক হারমানপ্রীত আহত হয়ে মাঠ ছাড়ার আগে ২৯ রান করেন।