চ্যাম্পিয়ন্স লিগে লিলির বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নেমেই ১-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ। তবে পরের ম্যাচে লা লিগায় ২-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে জয়ে ফিরলেও খেলোয়াড়দের চোট নিয়ে শঙ্কায় দলটি। রবিবার ম্যাচ শেষে চোটে পড়েন দলের রাইটব্যাক দানি কার্ভাহাল। ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার প্রথমার্ধেই গোল করেন ফেদে ভালভার্দে। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের গোলে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ইনজুরিতে পড়েন কার্ভাহাল। ভিয়ারিয়ালের জেরেমি পিনোর সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় চোট পান তিনি। মাঠেই প্রচন্ড ব্যথায় চিৎকার ও কাতরাতে থাকেন তিনি। চোখেমুখে যন্ত্রণার ছাপ দেখেই বুঝা যাচ্ছিল বড় রকমের চোট পেয়েছেন। পরে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে রিয়ালের ফেদে ভালভার্দে বলেন, ‘ফুটবলের নতুন মৌসুমে টানা খেলার সূচি থাকায় একের পর এক ইনজুরিতে পড়ছেন খেলোয়াড়রা। আমরা এখন জয় নিয়ে ভাবছি না। কার্ভাহালের সঙ্গে যা হয়েছে সেটি নিয়েই চিন্তিত আমরা। ওনার শারীরিক অবস্থাই দলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।’ এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোটেই পড়েছেন তিনি। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে কার্ভাহাল জানান, ‘আমার (এসিএল) নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে, যার জন্য কয়েক মাস মাঠের বাইরেই থাকতে হচ্ছে।’
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং লিভারপুল। ম্যানসিটি ৩-২ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। লিগে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে তারা। লিভারপুল ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। লিগে ১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।