নিগার সুলতানারা ঢাকা ছেড়েছিলেন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন নিয়ে। ইংল্যান্ডের কাছে হারলেও স্বপ্ন কিন্তু এখনো টিকে আছে বাংলাদেশের। নিগার বাহিনীকে ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। নারী ক্রিকেটের দুই পরাশক্তিকে হারাতে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে নিগার বাহিনীর ব্যাটারদের। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে অলরাউন্ডিং পারফরম্যান্সে। ইংলিশদের বিপক্ষে জয়ের সুযোগ থাকার পরও হেরেছে ১৬ রানে। হারের পর্যালোচনা করে নারী দলের অধিনায়ক নিগার স্বীকার করেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘আমরা একটি সুযোগ হাতছাড়া করেছি। বোলাররা দারুণ বোলিং করেছেন। ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। পাওয়ার প্লের পর খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। এ ধরনের উইকেটে আমাদের ভালো জুটি দরকার। পাওয়ার প্লেতে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমি আর শবনম মুস্তারি জুটি গড়েছিলাম। কিন্তু আমি ভুল সময়ে আউট হয়েছি। আশা করি মুস্তারির ধারাবাহিকতা সামনের ম্যাচগুলোতেও থাকবে।’ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ২০১৪ সাল থেকে। প্রথম আসরেই জিতেছিল দুটি ম্যাচে। পরের আসরগুলোতে ছিল জয়শূন্য। ১০ বছর পর শারজায় স্কটিশ নারী দলকে হারিয়ে হারের বৃত্ত ভেঙেছেন নিগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে খেললেও ইংলিশদের কাছে হেরে যায় ব্যাটিং ব্যর্থতায়। জুটির অভাবও দেখা গেছে ম্যাচটিতে। যদিও মুস্তারি-নিগার ৩৫ রানের জুটি গড়ে স্বপ্ন দেখিয়েছিলেন।