সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

অ্যালিসনকে পাচ্ছে না ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ান এ তারকা ফুটবলার। সামনেই ফিফা উইন্ডো আছে। ক্লাব ফুটবলে থাকবে কিছু দিনের বিরতি। অ্যালিসনের ইনজুরি গুরুতর না হলে চিন্তার কিছু ছিল না লিভারপুলের। কিন্তু ম্যাচ শেষে ভয়ের খবরই জানালেন লিভারপুল কোচ স্লট। তিনি বলেন, ‘সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না।’ আমার ধারণা, কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।’ বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। এর পাঁচ দিন পর খেলা পেরুর সঙ্গে। এই দুই ম্যাচের জন্য তার বিকল্প কাউকে দিতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে।

সর্বশেষ খবর