মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

২৬ ইনিংস পর শানের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

২৬ ইনিংস পর শানের সেঞ্চুরি

ক্যারিয়ারে সেঞ্চুরি ৫টি। যার ৩টি টানা তিন ইনিংসে। শান মাসুদ পাকিস্তান টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক। অভিষেক ২০১১ সালে। প্রথম সেঞ্চুরি ২০১৩ সালে। ২০১৯-২০২০ সালে টানা তিন টেস্টে সেঞ্চুরি করার পর হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন শান। সর্বশেষ সেঞ্চুরি ২০২০ সালের আগস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ২৬ ইনিংসে চারটি হাফ সেঞ্চুরি করেন। সর্বশেষটি বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে দেশবাসীর কাছে ক্ষমা চান পাকিস্তানী অধিনায়ক শান। গতকাল মুলতানে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩২৮। চার বছর পর সেঞ্চুরি করেন শান। শুধু অধিনায়ক নন, সেঞ্চুরি করেছেন ওপেনার আসাদুল্লাহ শফিকও। ৮ রানে ওপেনার সাইম আইয়ুব বিদায় নেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শিফক ও শান যোগ করেন ২৫৩ রান। শফিক ১০২ রান করেন ১৮৪ বলে ১০ চার ও ২ ছক্কায়। শান খেলেন ১৫১ রানের ইনিংস। ১৭৭ বলের ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা। ১০২ বলে সেঞ্চুরি করেন শান। যা পাকিস্তানের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরি সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকের, ৫৬ বলে। 

সর্বশেষ খবর