মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শ্রীলঙ্কার হেড কোচ জয়সুরিয়া

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার হেড কোচ জয়সুরিয়া

সনাথ জয়সুরিয়া শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। দেশটিকে নেতৃত্বও দিয়েছেন। এতদিন ছিলেন অন্তর্বর্তী কোচ। এখন দায়িত্ব পেয়েছেন হেড কোচের। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর দলটির দায়িত্ব ছেড়ে দেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। তার পরিবর্তে চলতি বছরের জুনে দায়িত্ব তুলে দেওয়া হয় লিজেন্ড জয়সুরিয়ার হাতে। বাঁ হাতি অলরাউন্ডারের পারফরম্যান্সে সন্তুষ্ট ক্রিকেট শ্রীলঙ্কা তার সঙ্গে নতুন করে চুক্তি করেছে। নতুন মেয়াদে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। গতকাল জয়সুরিয়াকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ‘ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার পারফরম্যান্স ভালো ছিল। এ সময় দলের অন্তর্বর্তী কোচ ছিলেন সনাথ জয়াসুরিয়া। এ কারণে তাকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তার নিয়োগ হবে ১ অক্টোবর ২০২৪ থেকে এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।’  ১৯৯৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-২০ মিলিয়ে সেঞ্চুরি করেছেন ৪২টি এবং উইকেট নিয়েছেন ৪৪০টি।

সর্বশেষ খবর