মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

অপ্রতিরোধ্য লেবানডস্কি শীর্ষে বার্সা

ক্রীড়া প্রতিবেদক

অপ্রতিরোধ্য লেবানডস্কি শীর্ষে বার্সা

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লা লিগায় অ্যালাভেসকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। মোট ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এ মৌসুমে বার্সেলোনা চলছে দুর্বার গতিতে। বার্সাকে এগিয়ে নিতে আক্রমণভাগে অবদান রাখছেন লেবানডস্কি, রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এ তিন ফরোয়ার্ডই করেছেন ১৯ গোল। এ মৌসুমে বার্সেলোনা প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ২৮টি এবং গোল হজম করেছে মাত্র ৯টি। লা লিগায় তিন ফরোয়ার্ডের মধ্যে বেশি ৩৬ বছর বয়সি রবার্ট লেবানডস্কিই সবচেয়ে উজ্জ্বল। অ্যালাভেসের বিপক্ষে হ্যাটট্রিকসহ এ মৌসুমে ৯ ম্যাচে ১০ গোল করে শীর্ষ গোল স্কোরারের তালিকায়ও রয়েছেন তিনি। আসরে ৬ গোলের বেশি করতে পারেনি আর কোনো ফুটবলার। এ মৌসুমে রাফিনিয়া গোল করেছেন ৫টি এবং ৪টিতে সহায়তা করেছেন। আর ইয়ামাল জালের দেখা পান চারবার এবং সহায়তা করেছেন ৫টি গোলে।

এসব পরিসংখ্যানেই ফুটে উঠছে বার্সেলোনার আক্রমণভাগ কতটা ভয়ংকর। কোচ হান্সি ফ্লিক জানান, তার দিক থেকে আক্রমণভাগের এই তিন ফরোয়ার্ডের মধ্যে বোঝাপড়া আরও জমিয়ে তুলতে চেষ্টা চলছে। তারা দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবং তারা অবিশ্বাস্য, তাদের পারফরম্যান্স দলকে এগিয়ে নিচ্ছে। তাই সব মিলিয়ে বার্সেলোনার আক্রমণভাগের ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ ফ্লিক। টেবিলের শীর্ষস্থানের বার্সেলোনার পর সমান ৯ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল এবং এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সর্বশেষ খবর