বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, চারজন সহসভাপতি এবং ১৫ জন সদস্য নির্বাচিত হবেন এর মধ্য দিয়ে। আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র বিলি করা হবে। মনোনয়নপত্র জমা দিতে হবে ১৪ ও ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ অক্টোবর আপত্তি দাখিল এবং পরের দিন হবে শুনানি। ১৯ ও ২০ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর। ২৬ অক্টোবর হবে বহু কাক্সিক্ষত নির্বাচন। একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। গতকাল বাফুফে নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। এবারের নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৬ বছরের কাজী সালাউদ্দিন যুগ শেষ হচ্ছে ফুটবল ফেডারেশনে। নতুন কে সভাপতি হন, তা নিয়ে আগ্রহ সবার মধ্যে।