বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ডাচ কিংবদন্তি নিসকেন্সের চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

ডাচ কিংবদন্তি নিসকেন্সের চিরবিদায়

নেদারল্যান্ডসের কিংবদন্তি মিডফিল্ডার ইয়োহান নিসকেন্স রবিবার ৭৩ বছর বয়সে মারা যান। ডাচ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। বৈশিষ্ট্যপূর্ণ ট্যাকল, অন্তর্দৃষ্টি ও আইকনিক পেনাল্টির জন্য ডাচ ফুটবলের অন্যতম শীর্ষ খেলোয়াড় হিসেবে চিরকাল তাকে মনে রাখা হবে বলেও বিবৃতিতে বলা হয়। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া এ কিংবদন্তি নেদারল্যান্ডসের হয়ে ৪৯ ম্যাচে ১৭ গোল করেন। ১৯৭৪ সালে নিসকেন্সের ৮৮ সেকেন্ডের মাথায় করা গোল, বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এখনো দ্রুততম। (পশ্চিম) জার্মানির কোনো খেলোয়াড় বল ছোঁয়ার আগেই (পেনাল্টি থেকে) সেই গোলটি করেন তিনি। তার প্রজন্মের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হতো নিসকেন্সকে। দৃঢ় মনোবল ও স্কিলের জন্য আলাদা পরিচিতি ছিল তার। একবার তিনি বলেন, ‘সবচেয়ে সুন্দর ফুটবলে সবসময় জয় আসে না। কিন্তু আমার কাছে অবিশ্বাস্য লাগে যে, বিশ্বের মানুষ এখনো সেই ডাচ দল নিয়ে কথা বলে। সেরা ও সবচেয়ে সুন্দর ফুটবল, টোটাল ফুটবল।’ ১৯৯১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। ১৯৯৫-২০০০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।

সর্বশেষ খবর