শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

শুরুতেই বিপর্যয় নিগারদের

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই বিপর্যয় নিগারদের

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে গতকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে টসে নেমেছেন দুই দলের অধিনায়ক -আইসিসি

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিলেন নিগার সুলতানারা। স্কটল্যান্ডকে হারিয়েছিলেন ১৬ রানে। সেই জয়ের পর পরবর্তী লক্ষ্য পূরণের প্রত্যয় ব্যক্ত করেছিলেন তারা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। কিন্তু পরের ম্যাচেই সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে পারলেন না। ইংল্যান্ডের মেয়েরা করেছিল মাত্র ১১৮ রান। আগের ম্যাচে ১১৯ রান করার অভিজ্ঞতা থাকার পরও ইংলিশদের বিপক্ষে ৯৭ রানে শেষ হয় বাংলাদেশের মেয়েদের ইনিংস। ২১ রানের পরাজয়ে সেমিফাইনাল খেলার আশা অনেকটাই শঙ্কায় পড়ে যায়। অবশ্য তখনো সুযোগ ছিল। সামনে ছিল ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা। প্রথমটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। দ্বিতীয়টি গতবারের রানার্সআপ। গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয় মেয়েদের মুখোমুখি হন নিগার সুলতানারা। কাক্সিক্ষত জয়ের দেখা পেতে মরিয়া দলটি ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি শুরুর দিকে। দলীয় ১৮ রানেই সাজঘরে ফেরেন সাথী রানী। তিনি মাত্র ৯ রান করেন ১২ বল খেলে। এরপর দিলারা আক্তার দলীয় ৩৩ রানে কারিশমা রামহারাকের ছোড়া বলে বোল্ড হন। দিলারা করেন ১৮ বলে ১৯ রান। সাথী রানীর উইকেটটাও শিকার করেন কারিশমা। এরপর আর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে। নিগার সুলতানা জ্যোতি ৪৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। দিলারা ১৯ রানে আউট হন।

দলের হাল ধরেন সোবহানা মোশতারী ও অধিনায়ক নিগার সুলতানা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের মেয়েরা ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান করে।

সর্বশেষ খবর