শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

টেনিসকে বিদায় নাদালের

ক্রীড়া ডেস্ক

টেনিসকে বিদায় নাদালের

বিশ্ব টেনিসের মহাতারকা রাফায়েল নাদাল অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ২০২৪ সালের শেষে পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। ৩৮ বছর বয়সি এ স্প্যানিশ তারকা ১৯-২৪ নভেম্বর মালাগায় অনুষ্ঠেয় ডেভিস কাপের ফাইনালে স্পেনের হয়ে শেষবারের মতো কোর্টে নামবেন। নাদাল এক ভিডিও বার্তায় জানান, ‘আমি অবসর নিচ্ছি। গত দুই বছর আমার জন্য কঠিন ছিল। আমি মনে করি না, এই সময় নির্বিঘ্নে খেলতে পেরেছি। তবে ডেভিস কাপ দিয়ে বিদায় নিতে পারাটা আমার জন্য সম্মানের।’ ২০০১ সালে পেশাদার টেনিসে অভিষেকের পর নাদাল ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করেন। এর মধ্যে ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪টি শিরোপা জিতে ইতিহাস গড়েছেন। এ ছাড়া তিনি চারটি ইউএস ওপেন, দুটি অস্ট্রেলিয়ান ওপেন এবং দুটি উইম্বলডন শিরোপা জিতেছেন। নাদাল ক্যারিয়ারে মোট ৯২টি এককের শিরোপা জয় করেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর