শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

সভাপতি পদে মনোনয়ন কিনলেন তাবিথ আউয়াল

ক্রীড়া প্রতিবেদক

সভাপতি পদে মনোনয়ন কিনলেন তাবিথ আউয়াল

চার মেয়াদে টানা ১৬ বছর বাফুফের সভাপতির দায়িত্বে থেকে রেকর্ড গড়েছেন কাজী সালাউদ্দিন। আওয়ামী লীগ সরকার পতনের পর চাপের মুখে থেকে ঘোষণা দিয়েছিলেন আবারও সভাপতি পদে প্রার্থী হবেন। শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। নিজেই ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ না নেওয়ার। অর্থাৎ ২৬ অক্টোবরই ফুটবলে সালাউদ্দিনের পথ চলা শেষ হচ্ছে। প্রশ্ন এখন নতুন সভাপতি কে হচ্ছেন? সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই শোডাউন করে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। সপ্তাহখানেক পেরিয়ে গেলেও কাউকে আর এ পদে প্রার্থী হওয়ার নাম শোনা যাচ্ছিল না। অনেকেই ভেবেছিলেন তরফদারের বিরুদ্ধে কেউ আর দাঁড়াবেন না। সেই ভাবনার অবসান ঘটান তাবিথ আউয়াল। তিনি সংবাদ সম্মেলন ডেকে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এর আগে ২০১২ ও ২০১৬ সালে বাফুফে নির্বাচিত সহসভাপতি ছিলেন তিনি। ২০২০ সালে একই পদে নির্বাচন করলেও টাই হওয়া ভোটে মহিউদ্দিন আহমেদ মহির কাছে হেরে যান। অবশ্য এ ফল নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড় বয়েছিল। যাক আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন তা আবার দেশের ফুটবলের অভিভাবকের দায়িত্ব পেতে। গতকাল তিনি মনোনয়নপত্রও কিনেছেন। তবে নিজে বাফুফে ভবনে আসেননি। তার পক্ষে ফরম তোলেন নফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভূঁইয়া শাহিন। ঘোষণা দেওয়া তরফদার রুহুল আমিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত তিনি সভাপতি পদে প্রার্থী নাও হতে পারেন। ব্যাপারটি জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে সভাপতি পদে আরেকজন মনোনয়নপত্র কিনেছেন। তার নাম মিজানুর রহমান।

যিনি ফুটবল অঙ্গনে একেভারেই অচেনা ব্যক্তি।

সর্বশেষ খবর