শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ব্রাজিলের জয় আর্জেন্টিনার ড্র

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের জয় আর্জেন্টিনার ড্র

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে নিজেদের যাত্রা দারুণভাবেই করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ে আর কলম্বিয়ার কাছে পরাজয়ের পর এবার পয়েন্ট হারিয়েছে ভেনেজুয়েলার বিপক্ষেও। গতকাল ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করেছেন লিওনেল মেসিরা। ম্যাচের ১৩ মিনিটে নিকোলাস ওতামেন্দির গোলে এগিয়ে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ৬৫ মিনিটে সলোমন রোনডনের গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। এ ড্রর পরও লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নয় ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছেন মেসিরা। শীর্ষস্থান ধরে রাখলেও পরাজয়ের পর বিরক্ত আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর মতে, দল হিসেবে মোটেও ভালো খেলতে পারেনি আর্জেন্টিনা। এদিকে আর্জেন্টিনা পয়েন্ট হারালেও জয় পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা চিলিকে তাদেরই মাঠে হারিয়েছে ২-১ গোলে। এডুয়ার্ডো ভারগাসের ২ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল চিলি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইগোর জেসাসের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে লুইস হেনরিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেকাওরা।

 আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল। গতকালের জয়ে ৪ নম্বরে উঠে এসেছে দলটি। নয় ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ল্যাটিন অঞ্চল থেকে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি অংশ নেবে ছয়টি দল। এ ছাড়া একটি দল ইন্টার-কনফেডারেশন প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে।

বাছাই পর্বের পয়েন্ট তালিকা

ম্যাচ       জয়        হার        ড্র          পয়েন্ট

আর্জেন্টিনা ৯          ৬          ২           ১           ১৯

কলম্বিয়া   ৯          ৪           ১           ৪           ১৬

উরুগুয়ে    ৮          ৪           ১           ৩          ১৫

ব্রাজিল     ৯          ৪           ৪           ১           ১৩

ইকুয়েডর   ৯          ৪           ২           ৩          ১২

বলিভিয়া   ৯          ৪           ৫           ০           ১২

ভেনেজুয়েলা            ৯          ২           ২           ৫           ১১

সর্বশেষ খবর