মাদ্রিদ ওপেনের ২০২২ ও ২০২৩ সালের জয়ী কার্লোস আলকারাজ। তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছিলেন। কিন্তু সোমবার মাদ্রিদে পৌঁছে আর অনুশীলন করতে পারেননি। থাইয়ের ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন বিশ্বের তিন নম্বর এ খেলোয়াড়। চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা গত রবিবার হোলগার রিউনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন। এক সংবাদ সম্মেলনে আলকারাজ বলেন, ‘গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনোকিছুই অনুকূলে নেই। তাই ঝুঁকি নিতে চাচ্ছি না।