২৫ জুন, ২০২০ ০৮:৫২

ক্রিকেটে বলে আর চুমু নয়, মালিঙ্গাকে মনে করালেন শচীন

অনলাইন ডেস্ক

ক্রিকেটে বলে আর চুমু নয়, মালিঙ্গাকে মনে করালেন শচীন

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিয়ে নিয়মে একাধিক বদল আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 

কিন্তু শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার অভ্যাস প্রতিবার বল করতে যাওয়ার আগে বলে একবার করে চুমু খাওয়া। কিন্তু এবার কী করবেন তিনি? আর বলে চুমু নয়, মালিঙ্গাকে মনে করিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

লালা বা থুতুর মাধ্য়মে জীবানু বা ভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই করোনা পরবর্তী সময়ে আইসিসি বলে থুতু বা লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার মালিঙ্গাকে তার অভ্যেস বদল করতে হবে আইসিসি'র নিয়ম বদলের সঙ্গে সঙ্গে।! সেটাই মজা করে টাকে মনে করিয়ে দিয়েছেন শচীন। 

বলে আর মালিঙ্গা চুমু খেতে পারবেন না। কারণ বলে চুম্বন করলে সেখানে লালা বা থুতু লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যা করোনা পরবর্তী ক্রিকেটে নিয়মের পরিপন্থী। তাই মজা করে টুইটে শচীন লিখেছেন, আইসিসির নতুন নিয়মের কারণে কোনও একজনকেতো রান আপের অভ্যাস বদলে ফেলতে হবে। মালি (লাসিথ মালিঙ্গা) কী বলে?


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর