শিরোনাম
৭ আগস্ট, ২০২০ ০৬:৫১

পাকিস্তানে যেতে সমস্যা নেই: ইংল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক

পাকিস্তানে যেতে সমস্যা নেই: ইংল্যান্ড কোচ

করোনা সঙ্কট কাটিয়ে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে ইসিবির আমন্ত্রণে ইংল্যান্ডে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে পাকিস্তান। কঠিন সময়ে ইসিবির পাশে দাঁড়ানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাওয়া, তাদের দেশে খেলতে যাক ইংল্যান্ড দল।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে যদিও ২০২২ সালের আগে পাকিস্তানে ইংল্যান্ডের কোনো সিরিজ খেলতে যাওয়ার কথা নেই। তবে এর মাঝে ইংল্যান্ড জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে আসুক, এমন চাওয়ার কথা আগেই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

এ ব্যাপারে ইংল্যান্ড কোচ সিলভারউড জানিয়েছেন, পাকিস্তান সফরের বিষয়ে আশাবাদী তিনি। সিলভারউড বলেন, ‘আমার মনে হয়, আমরা সেখানে (পাকিস্তান সফরে) যেতে পারি। ব্যক্তিগতভাবে, আমার কোনো সমস্যা নেই। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই সেখান যাওয়াটা বেশ ভালোই হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, আমাদের ব্যাটসম্যানরা সেখানকার উইকেটে খেলার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সফর নিয়ে আবারও আলোচনা হচ্ছে, দারুণ ব্যাপার।’

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণের পর লম্বা সময় ধরে ক্রিকেট ছিল না পাকিস্তানে। তবে জিম্বাবুয়েকে দিয়ে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মুখ দেখে পাকিস্তান। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর