২৮ ডিসেম্বর, ২০২০ ০৮:৪১

রাহানের আদর্শ ব্যাটিংয়ে মুগ্ধ গাভাস্কার থেকে সচীন

অনলাইন ডেস্ক

রাহানের আদর্শ ব্যাটিংয়ে মুগ্ধ গাভাস্কার থেকে সচীন

অজিঙ্ক রাহানে।

মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০৪ রানে অপরাজিত অজিঙ্ক রাহানে। কঠিন পরিস্থিতি ও পরিবেশে সেঞ্চুরি করে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন দলকে। তার এই মূল্যবান ইনিংসের প্রশংসা করে গেলেন সুনীল গাভাস্কার থেকে মাইকেল ভন, বিরাট কোহলি থেকে সচীন টেন্ডুলকার। 

কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কারের মত, আদর্শ অধিনায়কের ইনিংস উপহার দিয়েছেন রাহানে। সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছেন, ‘টেস্ট ম্যাচের আদর্শ ইনিংস খেলে গেল রাহানে। অধিনায়কেরও আদর্শ ইনিংস। কঠিন পিচে সামনে থেকে নেতৃত্ব দিল দলকে। দেখিয়ে দিল, এ ধরনের পিচে কীভাবে ধৈর্য ধরে ইনিংস সাজানো উচিত।’

গাভাস্কার যোগ করেন, ‘মেলবোর্নের এই উইকেটে কোনো ব্যাটসম্যানই বলতে পারবে না, সে একেবারে থিতু হয়ে গিয়েছে। ৬০-৭০ হয়ে যাওয়ার পরেও এই পিচে সহজে রান করা যাবে না।’

আর এক কিংবদন্তি সচীন টেন্ডুলকার প্রশংসা করে গেলেন ব্যাটসম্যান ও অধিনায়ক রাহানের। তার টুইট, ‘ভারতীয় ক্রিকেটের দুটি ভাল দিন গেল। প্রথম দিন বোলারদের অসাধারণ দাপট। দ্বিতীয় দিন রাহানের দুরন্ত ইনিংস।’ 

সচীন আরও লিখেছেন, ‘অনবদ্য ইনিংস খেলে গেল রাহানে। ওর ডিফেন্স যতটা মজবুত, ঠিক ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণ করে। জাদেজার সঙ্গে ওর জুটি খুবই মূল্যবান। যা অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যেতে পারে।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, রাহানে অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন। তার টুইট, লর্ডসে রাহানের সেঞ্চুরি অবশ্যই মনে থাকবে। অবিশ্বাস্য ব্যাট করল। সিরিজে ০-১ পিছিয়ে থাকা দলকে নেতৃত্ব দিয়ে এই জায়গায় টেনে তোলা একেবারেই সহজ নয়।’

রবিবার টেস্টে নিজের দ্বাদশ সেঞ্চুরি করেছেন ভারতের এই ব্যাটসম্যান। এশীয় মহাদেশের কোনো দলের অধিনায়ক হিসেবে মেলবোর্নে সেঞ্চুরির তালিকায় নাম লেখালেন তিনিও। সচীন টেন্ডুলকারের পরে ‌সেই তালিকায় জায়গা করে নিলেন রাহানে।

এই নিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে মেলবোর্নে দুটি সেঞ্চুরি করলেন তিনি। তার আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি রয়েছে বিনু মাঁকড়ের।

রাহানের সেঞ্চুরির প্রশংসা করলেন কোহলিও। পিতৃকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন কোহলি। মুম্বাইয়ের বাড়িতে বসেই দেখলেন ম্যাচ। দ্বিতীয় দিনের শেষে কোহলির টুইট, ‘ভারতের জন্য আরও একটি ভাল দিন। টেস্ট ক্রিকেটের সেরা উদাহরণ। দুর্দান্ত ইনিংস খেলল জিঙ্কস (রাহানে)।’

রাহানের হার-না-মানা লড়াই দেখে মুগ্ধ যুবরাজ সিংহ। তার টুইট, ‘রাহানের চরিত্রের মতোই ওর ইনিংসটা। শান্ত, ধৈর্যশীল ও দায়িত্বশীল সেঞ্চুরি। এভাবেই দলকে ম্যাচে ফেরায় অধিনায়ক।’ 

বীরেন্দ্র সেবাগ লিখেছেন, ‘রাহানের ইনিংস কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।’ ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘অধিনায়ক এভাবেই দলকে কঠিন পরিস্থিতি থেকে তুলে আনে। রাহানের ইনিংসে সত্যি মুগ্ধ।’

মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়া শুভমন গিল জানিয়েছেন, কঠিন পরিস্থিতি থেকে কীভাবে দলকে ম্যাচে ফেরানো যায়, তা শিখলেন রাহানের ইনিংস দেখে। সাংবাদিকদের শুভমন বলেন, ‘অজিঙ্ক ভাইয়ের এই ইনিংস দেখে অনেক কিছু শিখতে পেরেছি। অসীম ধৈর্যের উদাহরণ এই ইনিংস। বিপক্ষ পেস আক্রমণকে সামলে দলকে ম্যাচে ফেরানো সহজ নয়।’

সূত্র : আনন্দবাজার

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর