২১ এপ্রিল, ২০২১ ২২:১৬

মুশফিককে টপকে শীর্ষে তামিম

অনলাইন ডেস্ক

মুশফিককে টপকে শীর্ষে তামিম

ক্যান্ডির পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাট করে অর্ধশতক করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।

সঙ্গী সাইফকে হারালেও তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। এমনকি বিশ্বর ওভারেও তাকে খেলতে দেখা যায় সাবলীলভাবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি পথে। কিন্তু লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো'র বলে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন তামিম। আউট হওয়ার আগে ১০১ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই রান করতে ১৫টি চার মারেন তিনি।

এই ইনিংসের সুবাদে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম। মুশফিকুর রহিমের করা ৪ হাজার ৫৩৭ রান টপকে রেকর্ড গড়েন তিনি। তামিমের রান ৪ হাজার ৫৯৮।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর