৩০ জুন, ২০২১ ০৩:৫৪

নাটকীয় জয়ে সুইডেনকে হারিয়ে শেষ আটে ইউক্রেন

অনলাইন ডেস্ক

নাটকীয় জয়ে সুইডেনকে হারিয়ে শেষ আটে ইউক্রেন

সংগৃহীত ছবি

সুইডেনকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করল ইউক্রেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার (২৯ জুন) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউক্রেন। আগামী শনিবার রোমে শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডান দিক থেকে ইয়ারমোলেঙ্কোর চতুর ক্রস সুইডেনের ডিফেন্ডারদের নজর এড়িয়ে বক্সে ঢুকেই লাফানো বলে বাঁ পায়ের শট নেন ওলাক্সান্ডার জিনচেঙ্কো। শট এতটাই শক্তিশালী ছিল যে, ওলসেনের বাঁ হাতে লাগলেও জাল খুঁজে পায় বল। বিরতির আগেই সমতা ফেরায় সুইডেন। এমিল ফর্সবার্গের ৩০ গজ দূর থেকে নেওয়া শট ইউক্রেন খেলোয়াড় জাবারনির গোড়ালিতে লেগে জালে জড়ায়। 

১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অতিরিক্ত সময়ের শুরুতে বড় ধাক্কা খায় সুইডেন। ৯৮ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে ভেসেডিনকে ফাউল করেন ড্যানিয়েলসন। প্রথমে রেফারি হলুদ কার্ড দিলেও ভিএআর যাচাই করে লাল কার্ড দেখান। ১০ জনের দল নিয়ে বাকি সময় সামাল দেয় সুইডিশরা। ম্যাচ যখন টাইব্রেকারের আভাস দিচ্ছিল, ঠিক তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জিনচেঙ্কোর চমৎকার ক্রসে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ডভবিক।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর