৪ জুলাই, ২০২১ ১৬:২৯

ইকুয়েডরকে গুঁড়িয়ে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক

ইকুয়েডরকে গুঁড়িয়ে যা বললেন মেসি

কোপা আমেরিকার চলতি আসরে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইকুয়েডর। এই ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচে জাদুকরী পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। জোড়া এসিস্টের পর ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করেছেন তিনি। ফলে অবধারিতভাবেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। চলতি কোপায় এখনও পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ম্যাচসেরা নির্বাচিত হলেন মেসি। 

ইকুয়েডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘আমি সবসময়ই বলি, ব্যক্তিগত অর্জন সবসময় পরে। আমরা এখানে অন্যকিছুর জন্য এসেছি। আমি পুরো দলকে অভিনন্দন জানাতে চাই, তারা যে পরিমাণ পরিশ্রম করে চলেছে। অনেকদিন ধরে আমরা আমাদের পরিবার থেকে দূরে। আমাদের একটা লক্ষ্য আছে এবং সেটার ব্যাপারেই চিন্তা করি।’

কোয়ার্টারের লড়াইয়ে ৩-০ গোলে জিতলেও, ম্যাচটি মোটেও সহজ ছিল না বলে জানালেন মেসি। তবে শিরোপার পথে আরও এক ধাপ এগুনোর তৃপ্তি তার কণ্ঠে।

মেসির ভাষ্য, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম প্রতিপক্ষ কঠিন লড়াই উপহার দেবে। প্রথম গোল পাওয়ার আগপর্যন্ত বেশ লড়তে হয়েছে আমাদের। এরপর ম্যাচটা আরও জটিল হয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা (শিরোপার পথে) আরও এক ধাপ এগুলাম।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর