১০ জুলাই, ২০২১ ০৮:৫৮

সেদিন তাসকিনকে কী বলেছিলেন মাহমুদউল্লাহ?

অনলাইন ডেস্ক

সেদিন তাসকিনকে কী বলেছিলেন মাহমুদউল্লাহ?

হারারে টেস্টে বাংলাদেশ এখন চালকের আসনে। প্রথম ইনিংসে ১৯২ রানের লিডসহ সব মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ২৩৭ রানে। বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৭৬ রানে। এদিন, নিজের ক্যারিয়ার সেরা ১৫০ রানের জন্য তাসকিন আহমেদের ব্যাটিং দৃঢ়তার ভূয়সী প্রশংসা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন, তাসকিনের সমর্থন ছাড়া এত বড় রান করা সম্ভব হতো না।

লোয়ার অর্ডার এ ব্যাটসম্যানের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘তাসকিন যেন মানসিকভাবে স্টেবল থাকে এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আর বলেছি স্টাম্পের বল যেন বেশি ফোকাস করে। কারণ উইকেট তখন কিছুটা স্লো হয়ে আসছিল। বাউন্স ততটা কার্যকরী হত না। সে ভালো ব্যাট করছিল। ওকে এই আত্মবিশ্বাসই দিচ্ছিলাম যেন এলবিডব্লিউ বা বোল্ড না হয়। আর সুযোগ থাকলে বাইরের বল সবগুলো জোরে খেলে আর স্কোর করার চেষ্টা করে।’

‘এই ম্যাচে আমরা দেখেছি তাসকিন অসম্ভব ভালো ব্যাটিং করেছে। তাসকিনের সমর্থন ছাড়া আমারও হয়ত রান এত বড় করা হত না। পাশাপাশি লিটনের সমর্থনও গুরুত্বপূর্ণ ছিল। দুইটা ইনিংসই দলের জন্য কার্যকরী ছিল এটাই বড় কথা।’- যোগ করেন মাহমুদউল্লাহ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর