১৬ জুলাই, ২০২১ ০২:০০

অবশেষে জিম্বাবুয়ের দল ঘোষণা

অনলাইন ডেস্ক

অবশেষে জিম্বাবুয়ের দল ঘোষণা

ফাইল ছবি

হারারে টেস্টে ব্যাটিং কিংবা বোলিং-কোনো বিভাগেই স্বাগতিক জিম্বাবুয়েকে পাত্তা দেয়নি টাইগাররা। আজ টেস্ট জয়ের পর্বতসমান আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামছেন তামিম ইকবালরা। সাম্প্রতিক পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং পরিসংখ্যানের বিচারে সাদা চোখে ফেবারিট তামিম বাহিনী। কিন্তু পচা শামুকে পা কাটে ভাবনায় টাইগার অধিনায়ক তামিম ভীষণ সতর্ক। তাই ব্রেন্ডন টেলরের জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দুই দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে নামার মাত্র ঘন্টাকয়েক আগে দল ঘোষণা করেছে স্বাগতিক দলটি। কি কারণে এত দেরিতে স্কোয়াড দিলো জিম্বাবুয়ে বোর্ড সেটি অবশ্য জানা যায়নি। এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা দল ঘোষণা করেছে।

তবে ধারণা করা হচ্ছে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার জন্য সময় নিয়েছে তারা। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ শেষে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলের হয়ে ফিরছেন তিনি। তাকে দলে রাখা হবে কিনা, এ সিদ্ধান্ত নিতেই দেরি করে ফেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এই সিরিজেও নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর। তার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।


জিম্বাবুয়ের স্কোয়াডে যারা আছেন-

ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, সিকান্দার রাজা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিনাশে, ওয়েসলি মাধবেরে, টিমিসেন মারুমা, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুজারাবানি, মেয়ার্স, রিচার্ড এনগ্রাভা, মিলটন সুম্বা, ডোনাল্ড টিরিপানো।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর