২১ জুলাই, ২০২১ ১৬:১২

২০৩২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়

অনলাইন ডেস্ক

২০৩২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরকে বেছে নেওয়া হলো ২০৩২ সালের অলিম্পিক আয়োজক হিসেবে। ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের অলিম্পিক আয়োজন করা হবে। খবর দ্য গার্ডিয়ানের।

বুধবার ব্রিসবেনকে বেছে নেওয়া হয় ৭২-৫ ভোটের ফলাফলে। জাপানের টোকিও থেকেই অলিম্পিক আয়োজকরা ব্রিসবেনের নাম ঘোষণা করে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমরা জানি কীভাবে সফল অলিম্পিক আয়োজন করতে হয়।’

ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বাজি পোড়ান হয় ব্রিসবেন শহরে। এর আগে, ২০০০ সালে সিডনিতে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।

২০২৪ সালের অলিম্পিক আয়োজন করবে প্যারিস। ২০২৮ সালের অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর