২১ জুলাই, ২০২১ ২০:৪৪

মাদক সেবনের অভিযোগ; অলিম্পিক থেকে বাদ পড়তে পারেন অস্ট্রেলীয় ঘোড়সওয়ার

অনলাইন ডেস্ক

মাদক সেবনের অভিযোগ; অলিম্পিক থেকে বাদ পড়তে পারেন অস্ট্রেলীয় ঘোড়সওয়ার

ঘোড়সওয়ার জেমি কেরমন্ড।

জাপানের টোকিও অলিম্পিক থেকে অস্ট্রেলিয়ার ঘোড়সওয়ার দলের এক সদস্যকে প্রাথমিকভাবে নির্বাসিত করা হয়েছে। বুধবার এমনটাই জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। মাদক সেবনের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। খবর দ্য গার্ডিয়ানের।

ঘোড়সওয়ার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গেছে। ২৬ জুন পরীক্ষা করা হয়েছিল তার। টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না জেমি। তবে তিনি চাইলে ফের তার নমুনা পরীক্ষা করাতে পারেন।

প্রথমবারের জন্য অলিম্পিকে নামার কথা ছিল ৩৬ বছরের জেমির। অস্ট্রেলিয়ার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাসিত করা হয়েছে তাকে। সিদ্ধান্ত ফের পুনর্বিবেচনা করতে পারে নির্বাচকমণ্ডলী।

আগামী শুক্রবার থেকে জাপানের টোকিওতে শুরু হবে অলিম্পিকের মূল প্রতিযোগিতা। বুধবার থেকে সফটবল, ফুটবলের মতো বেশ কিছু খেলা শুরু হয়ে গেছে। তবে গেমস ভিলেজে অনেকে করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর