৩ আগস্ট, ২০২১ ১৩:৩২

অলিম্পিকের ইভেন্টে সোয়েটার বোনা নিয়ে ব্যস্ত, ভাইরাল স্বর্ণপদকজয়ী অ্যাথলেট

অনলাইন ডেস্ক

অলিম্পিকের ইভেন্টে সোয়েটার বোনা নিয়ে ব্যস্ত, ভাইরাল স্বর্ণপদকজয়ী অ্যাথলেট

সোয়েটার বুনছেন টম, পাশে টমের হাতে তৈরি সোফার কাভার

টোকিও অলিম্পিকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন টম ডালি। কিন্তু ভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। রবিবার টোকিওতে নারীদের তিন মিটার স্প্রিংবোর্ড ফাইনাল দেখতে বসে সুই-সুতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

পরে সোমবার টম ভিডিও বার্তায় জানান, প্রিয় কুকুরের জন্য সোয়েটার বুনছিলেন তিনি। কাজটা বেশ উপভোগ করেন তিনি। এর আগেও নিজ হাতে বেশ কুয়েকটা সোয়েটার বুনেছেন। কাজটা তার কাছে বেশ সহজ ও মজার বলে মনে হয়েছে বলে জানান ২৭ বছর বয়সী এ অ্যাথলেট।

করোনাভাইরাস লকডাউনে সোয়েটার বোনার কাজটা শিখেছেন টম। নিজের কাজের ছবি নিয়মিতই দেন ইনস্টাগ্রামে। শুধু কুকুরের জন্য সোয়েটার নয়, বিড়ালের জন্য সোফার কাভার, নিজের জন্য সোয়েটার এমনকি টোকিও অলিম্পিকে জেতা স্বর্ণপদক রাখার জন্য ব্যাগও বানিয়েছেন। ব্যাগের দুই পাশে ছিল ব্রিটেন ও টোকিও অলিম্পিকের আয়োজক দেশ জাপানের পতাকা।   

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর