৬ আগস্ট, ২০২১ ১৯:০৩

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অজিদের বিপক্ষে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টস হয়েছে। টস দেরিতে হলেও ম্যাচের দৈর্ঘ্য কমেনি। অর্থাৎ নির্ধারিত ২০ ওভারেই খেলা হবে।

আজকের ম্যাচে জিতলেই নতুন ইতিহাস রচনা করবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। অতীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতলেও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।
আজকের ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর