৭ আগস্ট, ২০২১ ১৪:২০

পিএসজিতে যাচ্ছেন মেসি, কাতারের আমিরের ভাইয়ের টুইট

অনলাইন ডেস্ক

পিএসজিতে যাচ্ছেন মেসি, কাতারের আমিরের ভাইয়ের টুইট

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি কোথায় যাচ্ছেন এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন পিএসজির মালিক কাতারের আমির নাসির আল খেলাইফির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি। আর্জেন্টাইন তারকার সঙ্গে ফরাসি জায়ান্টদের আলোচনা সম্পন্ন হয়েছে এবং দ্রুত ঘোষণা আসতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেসির পিএসজির জার্সি পরিহিত এক ছবি পোস্ট করে খলিফা আল-থানি ক্যাপশনে লিখেছেন, ‘আলোচনা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন এবং ঘোষণা পরে আসবে।’

গত বৃহস্পতিবার মধ্য রাতে হঠাৎ করেই বার্সেলোনা নিজেদের ওয়েবসাইটে ঘোষণা দেয়, মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না। মেসির নামটাও সরিয়ে দেয় তার নিজেদের খেলোয়াড় তালিকা থেকে। পাশাপাশি মেসির অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে সুন্দর ভবিষ্যৎ কামনা করে বার্সেলোনা। এরপর ক্লাবের প্রেসিডেন্ট লাপোর্তা এক বক্তব্যে বলেন, ‘লিও (মেসি) বার্সাতেই থাকতে চেয়েছিল। আমরাও তার সঙ্গে নতুন চুক্তি করতে চেয়েছিলাম। মেসি প্রমাণ করেছে, সে বার্সাকে ভালোবাসে। তার শিকড় বার্সেলোনায়। আমি খুবই দুঃখিত। তবে বার্সেলোনার জন্য সম্ভাব্য ভালোটাই করেছি আমরা।’

মেসি ২১ বছর আগে ১৩ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন। গত ১৭ বছর ধরে খেলেছেন ক্লাবের জার্সিতে। এ সময়ের মধ্যে বার্সেলোনার জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন। ১০ বার জয় করেছেন লা লিগা। সাতবার জিতেছেন কোপা দেল রে কাপ। এ ছাড়া চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপারকাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ ও সাতবার স্প্যানিশ সুপারকাপ জয় করেছেন মেসি।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর