১৪ আগস্ট, ২০২১ ০৫:৫৬

ফিঞ্চের সফল অস্ত্রোপচার, বিশ্বকাপে পাওয়ার আশা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক

ফিঞ্চের সফল অস্ত্রোপচার, বিশ্বকাপে পাওয়ার আশা অস্ট্রেলিয়ার

অ্যারন ফিঞ্চ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে হাঁটুর চোট নিয়েই কয়েকটি ম্যাচ খেলেছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কিন্তু বাংলাদেশে সফরের ঠিক আগেই ছিটকে পড়েন পায়ের চোটে। অস্ট্রেলিয়া টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে এলেও তিনি ফিরে গিয়েছিলেন দেশে। এরপর তাকে পালন করতে হয় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন।

ফলে এতদিন হাঁটুর অস্ত্রপাচার করা সম্ভব হয়নি ফিঞ্চের। তবে অবশেষে বৃহস্পতিবার মেলবোর্নে ডান হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে তার।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে ১০ সপ্তাহের মতো বিশ্রামে থাকতে হবে ফিঞ্চকে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই দলকে নেতৃত্ব দেবেন বলে আশাবাদি ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। অর্থাৎ ফিঞ্চ ১০ সপ্তাহের বিশ্রাম শেষ করে ফিরতে না ফিরতেই বিশ্বকাপ শুরু হয়ে যাবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর