২৭ আগস্ট, ২০২১ ০৪:৫৩

আর স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই: পাপন

অনলাইন ডেস্ক

আর স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই: পাপন

নাজমুল হাসান পাপন (ফাইল ছবি)

নতুন করে কোনো ক্রিকেট স্টেডিয়াম বানাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মাঠ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ক্রিকেট মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিসিবির এজিএম শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘আর স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাব, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’

তার মতে, দেশের ক্রিকেটকে আরও বেশি প্রসারিত করতে ও তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠের সংখ্যা বাড়াতে হবে। এর আগেও একবার ক্রিকেট মাঠ তৈরি করতে জমি কেনার পরিকল্পনা করেছিল বিসিবি। শুধুমাত্র ঢাকা মহানগরীতে জমির খোঁজে ছিল বিসিবি। কিন্তু সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর