৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৯

হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদী আচরণ; তদন্তে ফিফা

অনলাইন ডেস্ক

হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচে বর্ণবাদী আচরণ; তদন্তে ফিফা

বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। 

কিন্তু এই জয় ছাপিয়ে আলোচনায় ইংল্যান্ডের খেলোয়াড়দের উদ্দেশ্য করে হাঙ্গেরিয়ান সমর্থকদের বর্ণবাদী মন্তব্য। তাদের এমন নিন্দনীয় আচরণে তদন্তে নেমেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ম্যাচ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেট এই ঘটনার তীব্র নিন্দা জানান। ঘণ্টাখানেক পর ফিফাও নিশ্চিত করে, তারা এই আচরণের বিরুদ্ধে তদন্ত শুরু করবে। এ ব্যাপারে তারা ‘জিরো টলারেন্স’ অবস্থানে আছে।

ফিফা এক বিবৃতি দেয়, 'প্রথম এবং সর্বাগ্রে, ফিফা বর্ণবাদ ও সহিংসতার যেকোনো ধরনকে প্রত্যাখ্যান করে এবং ফুটবলে এই ধরনের আচরণের জন্য জিরো টলারেন্সের একটি স্পষ্ট অবস্থান রয়েছে। গতকালের হাঙ্গেরি-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কিত ম্যাচের প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিফা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর