১০ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৪১

টিম স্পিরিট থাকলে যে কোন দলকেই হারানো যায়: শামীম

অনলাইন ডেস্ক

টিম স্পিরিট থাকলে যে কোন দলকেই হারানো যায়: শামীম

জাতীয় দলের ১৫ সদস্যের দলে থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার চিন্তা তার ভাবনাতে ছিল না। তবে হাতের মুঠোয় পাওয়া সুযোগে দারুণ উৎফুল্ল শামীম।

তিনি বলেন, ‘যখন যুব ক্রিকেট খেলি, তখন জাতীয় দল অত মাথায় ছিল না। খেলাতেই ফোকাস ছিল। আর চিন্তা ছিল যে যত তাড়াতাড়ি জাতীয় দলে আসা যায়। জাতীয় দলে ডাক পেয়েছি, এখন বিশ্বকাপে যাচ্ছি। অনেক আনন্দিত আমি।’ 

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ জিতে বাংলাদেশ যাচ্ছে বিশ্বকাপে। জয়ের অভ্যাস ও আত্মবিশ্বাস নিয়ে বড় মঞ্চে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের এই স্প্রিটকে বড় করে দেখছেন তরুণ শামীম, ‘আমরা শেষ তিনটি সিরিজে অনেক ভালো করেছি। তিনটি সিরিজেই জেতার কারণ টিম স্পিরিট ভালো ছিল। সবার মধ্যে বন্ডিংও ভালো ছিল এবং আমরা কেউ হাল ছাড়তে চাইনি। একটি দলের মধ্যে টিম স্পিরিটটা অনেক গুরুত্বপূর্ণ। এটা থাকলে যে কোন দলকেই হারানো যায়।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর