১৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:০০

বাবরকে নিয়ে মুখ খুললেন রমিজ রাজা

অনলাইন ডেস্ক

বাবরকে নিয়ে মুখ খুললেন রমিজ রাজা

রমিজ রাজা ও বাবর আজম

গত এপ্রিলে বিরাট কোহলিকে সরিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ওই মাসের সেরা আইসিসি খেলোয়াড়ও হন তিনি। দেশটির শীর্ষ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পিসিবির নতুন চেয়ারম্যান হওয়ার পর রমিজ রাজা কথা বললেন বাবর প্রসঙ্গে।

৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে চার জয় পাওয়া বাবরকে নিয়ে ৫৯ বছর বয়সী রমিজ বলেন, ‘তাকে মূল্যায়ন করা আমার জন্য বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। তাকে জানা আমার জন্য গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার ভূমিকা বুঝতে পারাও। অধিনায়ক হিসেবে আপনি অনেক চাহিদা তৈরি করতে পারেন, কিছু ভালো, আবার কিছু প্ররোচনা হতে পারে।’

বারকে কেমন অধিনায়ক হিসেবে দেখতে চান, সেই ব্যাপারে অদ্ভুত মন্তব্যই করলেন নবনির্বাচিত চেয়ারম্যান, ‘আমি তার সঙ্গে কয়েকটি সেশন কথা বলেছি এবং তাকে বলেছি যদি অ্যাকাডেমির বাইরে তুমি ৪০০ অটোগ্রাফশিকারি না পাও, তাহলে ক্রিকেট খেলার মূল উদ্দেশ্যই ব্যর্থ। আমার সময়ের নেতৃত্ব আমি দেখতে চাই। ইমরান খানের কাছ থেকে যেমন প্রত্যাশা ছিল, ঠিক একই প্রত্যাশা বাবরের কাছেও।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর